ছাত্রদের সব সময় ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আব্দুল হান্নান তার পোস্টে বলেন, ‘ক্ষমতায় যাওয়ার সেইফ হাতিয়ার হলো ছাত্ররা। আমাদের সবসময়ই ব্যবহার করা হয়েছে, হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘এই দেশের মানুষ আর মুক্তি পেলো না।’
এরপর একই দিন সন্ধ্যায় তিনি আরেকটি স্ট্যাটাস দেন।
তাতে হান্নান লেখেন, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্বল্প সময়ের মধ্যে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা আহ্বান করেছে।
তিনি লেখেন, ইনশাআল্লাহ অতিদ্রুতই সব ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।
এ ইউ/
Discussion about this post