চট্রগ্রামে সাইফুল ইসলাম আলিফের উপর হামলা করে হত্যার ঘটনায় মৌন মিছিল কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।
মিছিল পূর্ববর্তী সময়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, ভারত হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশ করার ষড়যন্ত্র করছে। সরকারের প্রতি আবেদন এখন হতে ভারতে কোন মুসলমানদের উপর নির্যাতন হলে প্রতিক্রিয়া জানাবেন, প্রতিবাদ জানাবেন।
হিন্দুদের প্রতি আহবান, ভারত বা আওয়ামীলীগের প্ররচনায় উশৃংখল আচরণ করবেন না, এতে হিন্দু মুসলিম সবাই ক্ষতিগ্রস্থ হবে। ধর্ম বিবেচনা না করে সাইফুল ইসলাম হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনেন।
একইসাথে আগামীকাল বাদ জহর বায়তুল মোকাররমে তাকবির মিছিল” কর্মসূচির ঘোষণা করেন ফারুক হাসান।
কর্মসূচিতে যুগ্ম সদস্য সচিব, মোঃ তারেক রহমান বলেন, ফরিদপুরে দুজন মুসলিম শ্রমিক হত্যার ১ বছর হতে না হতেই চট্রগ্রামে আর একজন মুসলিম নাগরিককে পিটিয়ে হত্যা করল হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা। দেশে সৃষ্টির ৫৩ বছরে এমন ঘটনা হিন্দুদের ক্ষেত্রে ঘটে নাই, যে তাদের হিন্দু পরিচয়ের কারনে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ইস্কন, বা সনাতনী জাগরণ বুঝি না, স্পষ্ট কথা আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের বিচার চাই। এদের বিচার করতে না পারলে হিন্দু মুসলিম কেউ নিরাপদে ঘুমাতে পারবে না।
কর্মসূচিতে চট্রগ্রাম আদালত প্রাঙ্গনে সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে আরো বক্তব্য রাখেন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণনেতা থোয়াইং চিং মং চাক, আবুল কালাম, আব্দুলাহ, মোজাম্মেল মিয়াজী, আরিফবিল্লাহ, ফায়সাল আহমেদ, সোহাগ আফ্রিদি প্রমুখ।
এ ইউ/
Discussion about this post