শেষ করেছিলেন কঠোর প্রশিক্ষণ, যোগ দিবেন চাকরিতে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ভারতের কর্ণাটকে এক তরুণ আইপিএস অফিসার চাকরিতে যোগদানের প্রথম দিনেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গতকাল রোববার (০১ ডিসেম্বর) হাসান জেলায় এ ঘটনা ঘটে। ২৬ বছর বয়সী হারসা বর্ধন মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। ২০২৩ সালের ব্যাচে আইপিএস অফিসার হিসেবে চাকরি হয় তার। এরপর প্রশিক্ষণ শেষে কর্ণাটকে যোগদানের কথা ছিল। খবর এনডিটিভি
তাকে বহন করা পুলিশের গাড়িটিতে হঠাৎ করে চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বাড়ি এবং গাছের ওপর আছড়ে পড়ে। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান আইপিএস অফিসার হারসা বর্ধন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান।
দুর্ঘটনায় গাড়ি চালক সামান্য আহত হয়েছেন। ছবিতে দেখা গেছে দুর্ঘটনার শিকার গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বলেন, বহু কষ্টের পর চাকরিতে যোগদানের দিন এমন ঘটনা মেনে নেয়া যায় না।
এ ইউ/
Discussion about this post