ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি পর্যটকদের জন্য সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়নের মধ্যে উত্তরপূর্ব রাজ্যের ট্রাভেল সেক্টরের সংগঠন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল রুম বুকিং বাতিলের পাশাপাশি রেস্টুরেন্টেও খাবার সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে। অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার (২ ডিসেম্বর) শত শত লোক ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী দূতাবাসে প্রবেশ করে হামলা চালায়। এ ঘটনার পরই ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠনের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়া হয়।
এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যান্যার্জী বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁয় বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ রাখা হবে। তবে, যারা আগে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন তাদের শুধু থাকতে দেওয়া হবে। অন্যদের পরিষেবা দেওয়া হবে না।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা বাংলাদেশি দূতাবাসে হামলা চালান। প্রায় ৫০ এর অধিক লোকজন ঢুকে আগরতলার বাংলাদেশি দূতাবাসে হামলা চালায়। এ সময় দূতাবাসের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন।
এ ঘটনায় ভারত সরকার গভীরভাবে দুঃখপ্রকাশ করেছে। এছাড়া দূতাবাস এবং কূটনৈতিক মিশনকে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয় বলে বিবৃতিতে উল্লেখ করেছে।
এ ইউ/
Discussion about this post