ভারতে শিগগিরই ফ্রাঞ্চাইজি খুলতে চলেছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতেই টেসলা ভারতে তাদের প্রথম প্ল্যান্ট স্থাপন করতে পারে।
খবরে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক গুজরাটের গান্ধীনগরে কারখানা গড়তে পারে। ভাইব্রান্ট গুজরাট সামিট ২০২৪-এর সময়েই এই প্ল্যান্টের ঘোষণা করা হতে পারে। সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, টেসলার মালিক ইলন মাস্কও এই বাণিজ্য সম্মেলনে উপস্থিত হতে পারেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইতোমধ্যেই কারখানা স্থাপন করতে জমি চেয়ে গুজরাট সরকারের সঙ্গে আলোচনা করছে টেসলা। গুজরাটের সানন্দে টেসলার উৎপাদন কেন্দ্র স্থাপনের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এখানেই টাটা মোটরসের মতো বড় গাড়ি উৎপাদনকারীর প্ল্যান্ট রয়েছে।
ভারতে টেসলার পক্ষে ব্যবসা করা মোটেও কঠিন হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ ইতোমধ্যেই দেশটিতে টাটা মোটরস পুরোদমে বৈদ্যুতিক ভেহিকল বিক্রি করতে শুরু করেছে। অন্যদিকে হুন্দাইয়ের মতো সংস্থাও বৈদ্যুতিক গাড়ি আনছে।
বিশেষজ্ঞরা জানিয়েছে, এমন প্রতিযোগিতার বাজারে টেসলার বাজার ধরা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অন্যদিকে টেসলার গাড়ির দাম অনেকটাই বেশি।
গুজরাট সরকারের মুখপাত্র হৃষিকেশ প্যাটেল জানিয়েছেন, ইলন মাস্ক গুজরাটে এলে সরকারের পূর্ণ সমর্থন পাবেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইলন মাস্ক। এক সাক্ষাৎকারে ইলন মাস্ক জানিয়েছেন, তিনি ভারতে ব্যবসা করতে আগ্রহী।
এফএস/
Discussion about this post