নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের পাঁচদিন পর মোবারক হোসেন (৪৫) নামের এক যুবলীগ নেতার হাত-পা বাঁধা মরদেহ নদীতে ভেসে উঠেছে। এর আগে গত শনিবার থেকে তিনি নিখোঁজ হোন।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদীর জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় মরদেহটি ভেসে উঠে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৈদ্যেরবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
এর আগে গত শনিবার মোবারক হোসেন নিখোঁজ হলে পরদিন রোববার তার ভাতিজা শরিফ মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় জিডি করেন।
মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি সাদিপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন।
নিহতের ভাতিজা শরিফ মিয়া জানান, চাচা মোবারক হোসেন পেশায় রাজমিস্ত্রি ছিলেন। গত শনিবার বিকেলে ঘোরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ফলে আত্মীয়স্বজনের পরামর্শে রোববার সোনারগাঁও থানায় জিডি করি। এরপর বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে মরদেহ শনাক্ত করি।
বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে হাত-পা বাঁধা একটি মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহটি মোবারক হোসেনের বলে শনাক্ত করা হয়েছে।
এ ইউ/
Discussion about this post