রাজধানীর শাহবাগ থানার ঢাকা ক্লাবের সামনে বাসের ধাক্কায় মো আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনেরা। আনোয়ার হোসেনের দেশের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। বর্তমানে হাজারীবাগ এলাকায় ভাড়া থাকতেন তিনি।
নিহতের ছেলে অনিক বলেন, ‘আমার বাবা শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন। আজ ভোরে দোকানের ফুল শেষ হয়ে গেলে মোটরসাইকেল চালিয়ে তিনি আবার ফুল আনতে বের হন। যাওয়ার সময় শাহবাগের ঢাকা ক্লাবের সামনে দ্রুতগতির শ্যামলি পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।’
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ ভোরের দিকে ওই ফুল ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসাপাতালে নিয়ে এলে মারা যান তিনি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ফারুক বলেন, ‘আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি। আমরা আরও জানতে পেরেছি এই ঘটনায় বাসের চালক ও ঘাতক বাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।’
এস এইচ/
Discussion about this post