নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি ফ্লাইট নামতে পারেনি। আজ বেলা ১১টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি।বৃহস্পতিবার সকালে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীরা। তাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে, তখন উড়োযান চলাচল আবার স্বাভাবিক হবে।সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, অঞ্চলটিতে শীতের তীব্রতা ও কুয়াশার মাত্রা বেড়েছে। বিশেষ করে সকালে ও রাতে ঘন কুয়াশা পড়ছে। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) ছিল ২০০ মিটার। উড়োজাহাজ চলাচলের জন্য সাধারণত ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন হয়।
এ বিষয়ে আজ সকাল সাড়ে আটটার দিকে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, আজ সকালে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। কুয়াশার কারণেই মূলত ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। সকালে ‘নভোএয়ার’ ও ‘এয়ার অ্যাস্টা’র ফ্লাইট দুটি এখনও নামতে পারেনি। কুয়াশা কেটে যাওয়ার পর ভিজিবিলিটি বাড়লে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হবে।
এস এম/
Discussion about this post