সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন (চরমোনাই পীর) ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
আজ শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
চরমোনাই পীর বলেন, ‘যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনও আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন তারা দেশ ও মানবতার শত্রু। দল করতে পারেন, তবে শেখ হাসিনার নেতৃত্বে নয়।’
এছাড়া, ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতারা।
ইনসাফপূর্ণ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই কেন্দ্রীয় সম্মেলন হয়েছে।
এ সময় মোস্তফা সরয়ার ফারুকীকে এখনও উপদেষ্টা পরিষদের রাখার সমালোচনা করেন এই ইসলামিক নেতা। তিনি বলেন, ফারুকীসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে থাকা বিতর্কিত সদস্যদের অনতিবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি।
এ ইউ/
Discussion about this post