সরকারের প্রতি অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
শুক্রবার (৬ ডিসেম্বর) পঞ্চগড় সীমান্তে আনোয়ার হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিককে বিএসএফ কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই দাবি জানান ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদ।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, ‘আন্তর্জাতিক আইন কোনো বাহিনীকে বিশ্বের কোথাও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের গুলি বা নির্যাতন করার অনুমতি দেয় না। অথচ গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী বিগত দেড় যুগে প্রায় ছয় শতাধিক বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
নিয়মিত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিয়েও হত্যাকাণ্ড অব্যাহত রাখা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সুস্পষ্ট আঘাত।’
সেক্রেটারি এস এম ফরহাদ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এদেশের ছাত্র-জনতা আপসহীন ভূমিকা পালন করবে। ভারতের সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডে দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদ ভুলে সকলে ‘বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলসহ সকল হলের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ তারই উৎকৃষ্ট দৃষ্টান্ত।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক নজিরবিহীন হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।
এস এইচ/
Discussion about this post