যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশে ভ্রমণ না করার জন্য নাগরিকদের সতর্ক করেছে রাশিয়া। গতকাল বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ সতর্কতার কথা জানান।
মারিয়া জাখারোভা বলেন, ‘রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বা সরকারি ভ্রমণে গুরুতর ঝুঁকি আছে।’
তিনি বলেন, ‘আমরা, আপনাদের অনুরোধ করছি এই ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশে ভ্রমণ করা থেকে বিরত থাকবেন।’
রাশিয়া এবং মার্কিন কূটনীতিকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের বর্তমান সম্পর্ক ১৯৬২ সালের স্নায়ুযুদ্ধের চেয়েও খারাপ পর্যায়ে চলে গেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও নিজেদের নাগরিকদের রাশিয়ায় ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। দেশটিতে মার্কিনিরা হয়রানি বা বন্দি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এ ইউ/
Discussion about this post