গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে তাবলীগ জামাতের জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ মুসল্লি নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করে তাবলিগের দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ ডিসেম্বর) জামায়াত ইসলামীর আমির নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেন, মহান আল্লাহর দ্বীনের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। যারা নিহত হয়েছেন, মহান আল্লাহ তাদের ওপর রহম করুন, ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন।
জামায়াতের আমির আরও লিখেন, আল্লাহ তায়ালা আহত ভাইদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। দেশ এবং উম্মাহর স্বার্থে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন সেই প্রত্যাশা রাখি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
এম এইচ/
Discussion about this post