মাত্র এক গোলের প্রয়োজন ছিল কিলিয়ান এমবাপ্পের। আর সেই সুযোগটাও এমন রাতে পেয়ে এক ঢিলে যেন দুই পাখি মারলেন তিনি। দলকে চ্যাম্পিয়ন করার সঙ্গে একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের হয়ে ২০২২ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
গতকাল ফ্রেঞ্চ সুপার কাপে গোল করে দলকে ১২ তমবারের মতো চ্যাম্পিয়ন করেছেন এমবাপ্পে। অবশ্য ফরাসি ফরোয়ার্ডের গোলেই তুলুজকে হারিয়েছে পিএসজি এমনটা নয়। তার আগে দলের হয়ে প্রথম গোলটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া লি ক্যাং-ইন। দুজনের গোলেই প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে পিএসজি। এবারের শিরোপাটি সর্বশেষ ১০ বারের মধ্যে নবম। মাঝে শুধু ২০২১ সালেই জিততে পারেনি তারা।
দলের জয়ে অবদান রাখা এক গোলেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন এমবাপ্পে। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। কীর্তি গড়তে যাঁকে পেছনে ফেলেছেন তিনি হচ্ছেন এডিনসন কাভানি। এর আগে উরুগুয়ের সাবেক এই স্ট্রাইকারের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।
এফএস/
Discussion about this post