ইরানের পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে আন্তঃনগর বাস খাদে পড়ে নয়জন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
রোববার (২২ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় শনিবার এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ১৭ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজন মারা যান।
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, যাত্রীরা সেনাবাহিনীর সদস্য ছিলেন। তারা দেশের দক্ষিণাঞ্চল থেকে পশ্চিমের দিকে যাচ্ছিলেন।বাসটিতে ২৭ জন যাত্রী ছিল।
পুলিশের ধারণা চালক দ্রুত গতিতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার ফলে বাসটি গিয়ে খাদে পড়ে।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে খারাপ ট্র্যাফিক নিরাপত্তার রেকর্ড রয়েছে ইরানের। দেশটিতে বছরে প্রায় ১৭ হাজার মানুষের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।
এম এইচ/
Discussion about this post