বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দীর্ঘ ১৬ বছর বিএনপি ছিল নির্যাতিত নিষ্পেষিত। বাংলাদেশের মানুষ ছিল একটা কারাগারের মধ্যে। কেউ সত্যিকারের কারাগারে ছিল, কেউ বাইরে থেকেও কারাগারের মতো ছিল, কিন্তু কেউ কথা বলতে পারতো না।
তিনি বলেন, ‘যারা শাসক ছিল তাদের বিরুদ্ধে কথা বলা যেতো না। কথা বললে হয় জেল অথবা মার খেতে হতো। মার দিলেও বিচার পাওয়া যেতো না। বিচার না পাওয়ার একটি সংস্কৃতি আওয়ামী লীগ চালু করে গেছে। এখন সেই বিচারের সময় এসে গেছে। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, প্রত্যেকটি অপকর্মের বিচার এ দেশের মাটিতে হবে।’
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা বিএনপির আয়োজনে কোনা বাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর প্রতিশোধ নিয়েছে। লাখ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে পার করেছে। বাংলাদেশকে এমন একটা অবস্থায় রেখে গেছে, যেখানে পুলিশ বাহিনীকে ধ্বংস করে গেছে, প্রশাসন ধ্বংস করে গেছে, আদালত ধ্বংস করে গেছে। এমন কোনো জায়গা নেই যেখানে ধ্বংস করে নাই।’
কামারখন্দ উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।
এম এইচ/
Discussion about this post