গোটা বিশ্বে এখন বিজ্ঞানের জয়জয়কার। অজপাড়াগাঁ থেকে শুরু করে আফ্রিকার আমাজন জঙ্গলের বাসিন্দারা যেখানে উদ্ভিদের উপর নির্ভর করে সেখানে চিন্তায় আসে না মলমূত্র খাওয়ার। পৃথিবীতে বসবাসরত পশুপাখিদের মধ্যে কুকুর-শুয়োর একমাত্র প্রাণী যারা নিজেদের মলমূত্র খায় তাও আবার খাদ্যসংকট দেখা দিলে। তবে এই জগতে এমন এক দেশ আছে যারা মূত্র পান করে তাও আবার অর্থ দিয়ে কিনে। সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে উঠে আসে এমনই এক খবর যাতে বলা হয়, ভারতের হিন্দু ধর্মের অনুসারীরা দুধের চাইতে বেশি দামে কিনে খাচ্ছে গোমূত্র।
পশ্চিমবঙ্গে দুধের চাইতে বেশি দামে কিনতে হয় গোমূত্র। পত্রিকাটি আরো জানায়, আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুমোদন না দিলেও গোমূত্রকে রোগ-প্রতিরোধক হিসেবে বিশ্বাস করে দেশটির সংখ্যাগুরু জনগোষ্ঠীরা। দেশটির গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মত রাজ্যের পর কলকাতায় তুঙ্গে উঠেছে গোমূত্র বিক্রির ব্যবসা। এমনকি রাজ্যের বিভিন্ন জায়গায় গোমূত্র চিকিৎসা ট্রেনিং, গোমূত্র ক্যাপসুল এবং মেডিকেটেড গোমূত্র। চাহিদা বেড়ে যাওয়ায় রাজ্যের গোশালা থেকে মূত্র নিয়ে আসার জন্য গড়ে উঠেছে মধ্যস্থাতাকারী নানা সংস্থা।
গত পাঁচ বছরে গোমূত্রের চাহিদা বেশ বেড়ে গেছে। মাসে প্রায় ১০ হাজার লিটার গোমূত্র বিক্রি হয় পশ্চিমবঙ্গে। এক লিটার দুধ বিক্রি হয় ১৫০ টাকা লিটারে, যেখানে গোমূত্রের দাম ৩৫০ টাকা।
এম এইচ/
Discussion about this post