বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্লোডিন গে পদত্যাগ করেছেন। ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ নিয়ে মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন তিনি। সেই সঙ্গে তার বিরুদ্ধে অন্যের লেখার অংশবিশেষ চুরির ও অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ফলে কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন ক্লোডিন। শেষ পর্যন্ত গতকাল এ পদত্যাগের ঘোষণা তিনি।
পদত্যাগ পত্রের এক জায়গায় ক্লোডিন লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থের কথা বিবেচনা করেই তিনি এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
এর আগে জাতিগত বিদ্বেষ এবং তার বুদ্ধিবৃত্তিক কাজের বিরুদ্ধে অভিযোগের সমালোচনা করেন তিনি। তিনি বলেছেন, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে আমার মনোভাব ও বুদ্ধিবৃত্তিক কাজের যথাযথতা নিয়ে প্রশ্নের বিষয়টি মেনে নেয়া আমার জন্য বেশ কষ্টদায়ক ছিল। তারপরেও আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছি।
এছাড়া তিনি বিভিন্ন মহল থেকে হুমকির কথাও উল্লেখ করেন তার পদত্যাগ পত্রে। গত বছর হার্ভার্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ৫৩ বছর বয়সী এ কৃষ্ণাঙ্গ মহিলা। শিক্ষাপ্রতিষ্ঠানটির ৩৮৮ বছরের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
সূত্র: বিবিসি
এফএস/
Discussion about this post