চট্টগ্রামের সীতাকুণ্ডে দাবিকৃত চাঁদা না পেয়ে আবুল কালাম আজাদ নামের এক জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে সীতাকুণ্ড পৌরসভার ডেপারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় পৌর সদরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ একজন স্থানীয় মুরগি ব্যবসায়ী। রোববার রাত ৩টায় একটি পিকআপ ভ্যান পৌরসভার হাসান গোমস্তা এলাকায় আজাদের ব্যবসা প্রতিষ্ঠানে মুরগির বাচ্চা নিয়ে আসে। এ সময় স্থানীয় বিএনপি নেতার ছোট ভাই জাফরসহ কয়েকজন অস্ত্রধারী এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে মুরগিসহ পিকআপ ভ্যানটি আটকে দেয়। এ সময় তারা পিকআপ ভ্যানের চালককে মারধর করে। এতে আজাদ প্রতিবাদ করলে দুর্বৃত্তরা পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে ডেবারপাড় এলাকার ঘাটের কাছে নিয়ে তার ডান পা ও ডান হাত কুপিয়ে বেধড়ক মারধর করে এবং মৃত ভেবে ফেলে চলে যায়। পরে স্থানীয় এক যুবক গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তাকে দেখে উদ্ধার করেন। এই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যা ৭টায় পৌর সদরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
এ সময় উপজেলা জামায়াত সেক্রেটারি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর থেকে বেশ কয়েকবার জামায়াতের কর্মীদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলার ঘটনায় মামলা হলেও প্রশাসনের উদাসীনতায় বারবার রেহাই পেয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জামায়াত নেতা আবুল কালাম আজাদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জোর দাবি জানান তিনি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান বলেন, হামলায় জামায়াত নেতা আহতের কথা শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এম এইচ/
Discussion about this post