ইউটিউব চ্যানেল খুলে লাখ লাখ অর্থ আয় করছেন অনেকে। মাঝে মাঝেই ইউটিউবারদের মুখে এরকম যায়। তবে এবার এক ইউটিউবার জানালেন চ্যানেল খুলে আট লাখ রুপি লোকসান তার। সব বিক্রি করে এখন নিঃস্ব হওয়ার জোগাড়।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নলিনী উনাগর নামের এক ইউটিউবার চ্যানেল খুলে লোকসানের মুখে পড়েছেন। বছর তিনেক আগে ‘নলিনীর কিচেন রেসিপি’ নামে একটি চ্যনেল খুলেছিলেন তিনি। বিনিয়োগ করেছিলেন ৮ লাখ।
আশা ছিল আট লাখ ফুলেফেপে দ্বিগুণ হবে। তবে হয়েছে উল্টো। লগ্নিকৃত অর্থের এক পয়সাও ফেরত আসেনি। লাভ দূরের কথা আয়ের ঝুলিই শূন্য। তিন বছর অপেক্ষার শেষে গত ১৮ ডিসেম্বর নলিনী সিদ্ধান্ত নেন ইউটিউব থেকে বিদায় নেওয়ার। সেইসঙ্গে স্টুডিওর সরঞ্জাম এবং রান্নাঘরের সেটআপ বিক্রির ঘোষণা দিয়েছেন।
নলিনীর কথায়, ‘আমি আমার ইউটিউব ক্যারিয়ারে সম্পূর্ণ ব্যর্থ, তাই আমার রান্নাঘরের সমস্ত আনুষাঙ্গিক এবং স্টুডিওর সরঞ্জাম বিক্রি করছি। যদি কেউ কিনতে আগ্রহী হন তবে দয়া করে আমাকে জানান।’
আরও বলেন, ‘আমি আজ স্বীকার করতে চাই – রান্নাঘর তৈরি, স্টুডিওর সরঞ্জাম কেনা এবং প্রচারের জন্য আমারা ইউটিউব চ্যানেলে প্রায় ৮ লক্ষ বিনিয়োগ করেছি। আর প্রত্যাবর্তন? ০ টাকা।’
ক্ষুব্ধ এই ইউটিউবার এরপর বলেন, ‘আমি ইউটিউবের ওপর বিরক্ত। এই চ্যানেল তৈরি করতে আমার অর্থ, সময় নষ্ট হয়েছে এবং এমনকি আমার ক্যারিয়ারেও ঝুঁকি নিয়েছি, কিন্তু বিনিময়ে, ইউটিউব আমাকে কিছুই দেয়নি। মনে হচ্ছে প্ল্যাটফর্মটি নির্দিষ্ট চ্যানেল এবং নির্দিষ্ট ধরণের ভিডিওগুলিকে বেশি সাপোর্ট করে, কঠোর পরিশ্রম সত্ত্বেও অন্যদের কোনও স্বীকৃতি দেয় না।’
এদিকে নলিনীর ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে তাকে রণে ভঙ্গ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে নলিনী সাফ জানিয়েছেন ফিরবেন না। তিনি বলেন, ‘এই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে কেরিয়ার গড়তে কিছুটা ভাগ্য প্রয়োজন। তাই এগুলিকেই একমাত্র আয়ের প্রাথমিক উত্স হিসাবে গ্রহণ না করাই বুদ্ধিমানের কাজ। পরের দিন ঘুম থেকে ওঠার আগেই আপনার দোকান বন্ধ হয়ে যেতে পারে।’
এ ইউ/
Discussion about this post