দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচন উপলক্ষ্যে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেয়েছেন ক্রিকেটারসহ নানা তারকারা। সদ্য রাজনীতিতে নামা বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাগুরায় গেছেন মাশরাফি বিন মর্তুজা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন সাবেক এই টাইগার অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আর নড়াইল-২ আসন থেকে একই প্রতীকে নির্বাচন করছেন মাশরাফি।
নড়াইল-২ আসনের বর্তমান এমপি মাশরাফি। অন্যদিকে এবারই প্রথম নির্বাচন করছেন সাকিব। তাই নতুন এই যাত্রায় ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই পাশে পাচ্ছেন সাকিব।
এর আগে, কয়েকবার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফি। সাকিবও জানিয়েছিলেন নির্বাচনের আগেই তার এলাকায় আসবেন সাবেক টাইগার অধিনায়ক। অবশেষে আজ এসেছেন সাকিবের সঙ্গে দেখা করতে।
এ জেড কে/
Discussion about this post