সম্প্রতি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার জানতে চাওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নাম্বার শেয়ার না করার পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পুলিশের এআইজি ইনামুল হক সাগরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার পিন নাম্বার চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে স্পষ্টভাবে বলা হয়, ৯৯৯ থেকে কখনোই কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার বা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন নাম্বার জানতে চাওয়া হয় না।
৯৯৯ শুধুমাত্র নাগরিকদের জরুরি পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিস, এবং অ্যাম্বুল্যান্স সেবা সরবরাহ করে থাকে। পুলিশের পক্ষ থেকে জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা ব্যাংক কার্ডের পিন নাম্বার কারও সাথে শেয়ার না করার জন্য। এছাড়া, এ ধরনের প্রতারকচক্র থেকে সতর্ক থাকার এবং তাদের সম্পর্কে নিকটস্থ থানায় বা ৯৯৯ নম্বরে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
এ ইউ/
Discussion about this post