মাত্র ৭ মাসে সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করার অনন্য গৌরব অর্জন করেছে টাঙ্গাইলের ১০ বছর বয়সী সিয়াম। সিয়াম গোপালপুর উপজেলার মির্জাপুর গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে। শুক্রবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সিয়ামের হিফজ সম্পন্ন হয়। তিনি পৌর শহরের সামসুদ্দীন-সামসুন্নাহার বায়তুল উলুম মাদ্রাসার ছাত্র।
শিক্ষক হাফেজ মো. মনিরুল ইসলাম, হাফেজ মেহেদী হাসান, হাফেজ মুহাম্মদ আবু সাঈদ, হাফেজ মুহাম্মদ নাজিম উদ্দিনের কাছে তিনি হিজফ সম্পন্ন করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, সিয়াম অত্যন্ত মেধাবী। সে সবসময় মন দিয়ে কোরআন মুখস্থ করার কাজ চালিয়ে গিয়েছে। আমরা সবসময় তার পাশে থেকেছি। আমরা চাই, সে আরও উন্নতি করুক জীবনে।
সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম খোকন, সেক্রেটারি কুদরত ই ইলাহি রুপক, সদস্য হায়দার আলী, সদস্য প্রিন্স ইকবাল, নূরানী বিভাগের প্রধান মাওলানা আবদুল্লাহ আল মামুনসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এম এইচ/
Discussion about this post