ঢাকার সাভারে শারীরিক ও বাক-প্রতিবন্ধী চার বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, সাভার পৌর এলাকার পূর্ব রাজাশন পলু মার্কেট এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আহম্মদ উল্লাহ আলিফের পরিবার ওই এলাকায় আমির হোসেনের নামে একজনের বাসায় ভাড়া থাকে।
আলিফের বাবা আরিফুর রহমান হাসান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় একটি ব্যাটারি কারখানায় চাকরি করেন।
এ ঘটনায় নিহত শিশুটির মা ইসরাত জাহান নাসরিনকে (৩০) আটক করেছে পুলিশ।
ওসি জুয়েল মিঞা বলেন, “চার বছর বয়সী প্রতিবন্ধী আলিফকে নিয়ে তার মা নাসরিন মানসিকভাবে চিন্তিত থাকতেন। রোববার রাতে হঠাৎ করে ঘরের দরজা বন্ধ করে ছেলেটিকে মাথায় আঘাত করে। “পরে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে ঘরের দরজা ভেঙে ওই শিশুকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।”
এ পুলিশ কর্মকর্তা বলছেন, “শিশুটি প্রতিবন্ধী হওয়ায় তার মা তাকে হত্যা করেছে। পরে শিশুটির মাকে আটক করা হয়েছে।”
নিহত আলিফের বাবা আরিফুর রহমানের তাবি, তার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। এ পর্যন্ত তাকে কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি জুয়েল মিঞা।
এ ইউ/
Discussion about this post