নিয়োগের অপেক্ষায় থাকা ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন সম্প্রতি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত বছরের ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২,০৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে সেটি বাতিল করে ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন ১৬৮ জন।
এরপর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। এই আলোচনার মধ্যেই বাদ পড়াদের বিষয়ে ব্যাখা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, ৪৩তম বিসিএস থেকে ২,১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য ২০২৩ সালের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে দুই দফায় ৪৩তম বিসিএস থেকে বাদ পড়লেন মোট ২৬৭ জন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এই ২৬৭ জনের বাদ পড়ার কারণ ব্যাখা করা হয়েছে।
সিনিয়র সহকারি সচিব মো. উজ্জল হোসেন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ২৬৭ জনের মধ্যে “গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত” হয়েছেন ২২৭ জন। এছাড়া “স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত” হওয়ার কারণে বাদ পড়েছেন ৪০ জন।
তবে, সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে; এবং পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ইউ/
Discussion about this post