১৩ বছর প্রেম পর্বের পর অবশেষে কি চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই ইঙ্গিত দিলেন টলিউডের বহু চর্চিত এই তারকা জুটি।
কিছুদিন আগেই নতুন পথচলা শুরুর খবর দিয়েছিলেন তারা। জানিয়েছিলেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
এরই মধ্যে বিয়ের সাজে দেখা মিলেছে দু’জনের। ছড়িয়ে পড়েছে একাধিক ছবি।
লাল বেনারসি, সোনার গয়নায় সাবেকি সাজে দেখা গেল ঐন্দ্রিলাকে। মিষ্টি রঙের ধুতি-পাঞ্জাবিতে দেখা মিলল অঙ্কুশের। এমনকী, কালো সারি ও পাঞ্জাবিতে রিসেপশনের লুকেও হাজির ছিলেন দু’জন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজের ওই ভিডিও ছড়িয়ে পড়েছে। যা দেখেই হৈ চৈ সৃষ্টি। নেটিজেনরাও জানতে চাইছেন, তাহলে কি চুপিসারেই বিয়ে করে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?
এর আগে এক ভিডিওতে দেখা গেছে, ঐন্দ্রিলার শাড়ির কেনাকাটা চলছে তুঙ্গে, নিজের পাঞ্জাবি কেনার কথা বলতেও ছাড়লেন না অঙ্কুশ। ১৩ বছরের সম্পর্কের পর নতুন পথ চলার শুরু করছেন তারা, এমনটাই জানালেন। এরপরই বিয়ের সাজে হাজির হলেন দু’জন।
এম এইচ/
Discussion about this post