সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আর মাত্র দুদিন পর অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নিয়ে মার্কিনী দূতাবাসে কর্মকর্তাদের সতর্কতাও কম নয় ! দূতাবাসে মার্কিন নাগরিকদের ওপর বেশ কিছু সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে।
৭ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এদিন সহিংসতা হতে পারে এমন শঙ্কা মাথায় রেখে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাফেরার বিষয়ে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

নির্দেশনায় বলা হয়েছে, ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকায় মার্কিন দূতাবাস সেদিন বন্ধ থাকবে। নির্বাচন কেন্দ্র করে মার্কিন নাগরিকদের সতর্কতা মেনে চলতে হবে। মনে রাখতে হবে, নির্বাচন যদিও শান্তিপূর্ণ ভাবেই আয়োজন করা হয়েছে, তবে তা যেকোনো সময়ে সহিংসর রূপও নিতে পারে। ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন, পরের দিন বা সারা সপ্তাহজুরে যেকোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সহিংসতার ঘটনা ঘটতে পারে।
মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়ে এক বিবৃতিতে বলা হয়, তারা যে কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করে চলা উচিত। সেই সাথে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকতে সতর্ক করা হয়েছে। এমনকি কোথায় কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
এ ছাড়া মোবাইল ফোনে সব সময় চার্জ রাখা এবং যে কোনো জায়গায় চলাফেরার ক্ষেত্রে বিকল্প সব পথের খোঁজ রাখার অনুরোধ করা হয়েছে।
এ জেড কে/
Discussion about this post