মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)।
স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টা ৩২ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পটি মেক্সিকোর মিচোয়াকান উপকূলের কাছে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ৯১ কিলোমিটার (৫৬.৫৪ মাইল) গভীরতায়।
মেক্সিকোর টেকোম্যানের কোলিমা থেকে ৩৮ মাইল দূরে মানজানিলোতে ‘খুব শক্তিশালী ৬.১ মাত্রার ভূমিকম্প’ আঘাত হানে বলে ভলকানো ডিসকভারির ওয়েবসাইটে বলা হয়।
তথ্যসূত্র: ডেইলি এক্সপ্রেস
এ ইউ/
Discussion about this post