ফখরুল ইসলাম, জাপান:
জাপান প্রবাসী ও বিএনপি জাপান এর সাবেক সিনিয়র নেতৃত্ব বৃন্দ আগামী ৭ই জানুয়ারীর একতরফা,ডামি নির্বাচন কে বর্জন করার আহ্বান করেন এবং টোকিওর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করেন।ডামি নির্বাচন মানি না, ভোটকেন্দ্রে যাব না।
বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিদার, যা হতে হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ, পক্ষপাতিত্বহীন এবং সব দলের জন্য উন্মুক্ত।তা না করে একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছে। ফ্যাসিবাদী সরকার ও শেখ হাসিনার রাজতন্ত্র চিরস্হায়ী করার নির্বাচন।একতরফা,ডামি নির্বাচন কে জাপান প্রবাসী ও বিএনপি জাপান এর সাবেক সিনিয়র নেতৃত্ব বৃন্দ বর্জন করেন এবং অতিসত্বর সংসদ ভেঙ্গে দেশ ও জনগনের স্বার্থে নিরপেক্ষ নিরদলীয় সরকারে মাধ্যমে নির্বাচন করার জন্য আহ্বান করেন। ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবি জানান।
এই সময় উপস্হিত ছিলেন জাপান প্রবাসী সিনিয়র ব্যক্তি বৃন্দ ও বিএনপি জাপান এর নুরুল ইসলাম, শরিফ হোসেন,সাইফুল ইসলাম তুহিন,কবির হোসেন রুবেল ,জাহিদুল ইসলাম তারেক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃনুর খাঁন রনি, সিনিয়র নেতা মোঃজসীম ঊদ্দিন,সাবেক যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন ডিও প্রমূখ।
এস আর/
Discussion about this post