দারুণ ফর্মে বছরজুড়েই আলোচনায় ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে সময়টা দারুণ কাটছে তার। গতবছর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতায় ফিফা বর্ষসেরাও হয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। দলবদলের মৌসুম আসতেই আলোচনা বেড়ে গেছে তাকে নিয়ে। সৌদি প্রো লিগের দাবি, ভিনিকে সৌদিতে দেখা কেবল সময়ের ব্যাপার।
সৌদি প্রো লিগ থেকে ২৪ বর্ষী ভিনিকে পেতে খুব দ্রুতই রিয়ালকে বড় অঙ্কের প্রস্তাব দেয়া হবে। রিয়ালের দুই সাবেক ক্রিস্টিয়ানো রোনালদো ও কারিম বেনজেমা খেলছেন সৌদি লিগে। এ দুজনকে দেখিয়ে ভিনি প্রসঙ্গে লিগটির প্রধান নির্বাহী ওমর মুঘারবেল বলেছেন, ‘আমাদের কোনো স্বপ্ন নেই, এটি শুধুই সময়ের ব্যাপার এবং আলোচনার বিষয়।’
‘বিদেশী খেলোয়াড়রা সবসময়ই সৌদি দলের অংশ। সাম্প্রতিক বছরগুলোতে, বিদেশী খেলোয়াড়রা সৌদি দলগুলোতে এসেছে এবং আসছে। সেই ধারাবাহিকতায় দলগুলোর চেহেরাও পাল্টে যাচ্ছে। এই মৌসুমে আমরা আটজনের বেশি বিদেশী- যাদের মধ্যে ২১ বছরের কম বয়সী দুজনকে অন্তর্ভুক্ত করেছি। এই লিগকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য বাইরে থেকে খেলোয়াড় আনা সবসময়ই লিগের ডিএনএতে ছিল। বিশেষ করে গত দুবছরে ব্যাপক পরিবর্তন এসেছে। যা এসেছে তা হল খেলোয়াড়দের গুণমান।’
সৌদি প্রো লিগের প্রতি আগ্রহ বাড়ছে খেলোয়াড়দেরও, বিশ্বাস মুঘারবেলের। বলেছেন, ‘আমরা এশিয়ার এক নম্বর লিগ, আমাদের লক্ষ্য বিশ্বের শীর্ষ দশ লিগের মধ্যে থাকা। এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না বিশ্বে আমাদের অবস্থান কোথায়। এজন্য মৌসুমের শেষপর্যন্ত অপেক্ষা করতে হবে।’
এম এইচ/
Discussion about this post