তৈরি পোশাকের ওপর বর্ধিত ভ্যাট কর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণনে নতুন ভ্যাট হার হবে ১০ শতাংশ। এছাড়া, মিষ্টি দোকান, নন-এসি হোটেলের এবং হজযাত্রীদের বিমান ভাড়ায় আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ জানুয়ারি অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট-শুল্ক বাড়ানো হেয়। সেখানে নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিপণনে ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। এ নিয়ে ব্যবসায়ী মহলে সমালোচনার জন্ম হয়।
এমন প্রেক্ষিতে আগের সিদ্ধান্ত পরিবর্তনের করেছে এনবিআরের ভ্যাট বিভাগ। ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ হারে ভ্যাট নেওয়া হবে। তবে ক্রেতাদের আগের তুলনায় বেশি খরচ করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে: উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় পোশাক খাতের ওপর থেকে ভ্যাট কিছুটা কমানো হয়েছে। এর পাশাপাশি মিষ্টির দোকানে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত করা নেওয়া হয়েছে। আগে এই ভ্যাট ছিলো ৭ দশমিক ৫ শতাংশ।
এছাড়া, নন-এসি হোটেলের ওপর ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এটি আগে ছিল ৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এসব ক্ষেত্রে ভ্যাট হবে ১০ শতাংশ।
অন্যদিকে হজযাত্রীদের হজ পালনের ব্যয় কমাতে হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে এনবিআর। ৯ জানুয়ারি আকাশপথের যাত্রায় সব ধরনের দূরত্ব ২০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়।
এ ইউ/
Discussion about this post