ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়, দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাংক খাতের গুরুত্ব অপরিসীম। ব্যাংকিং বিষয়ে মৌলিক ও ব্যবহারিক/প্রায়োগিক জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যাংক কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত উৎকর্ষতা অর্জনে সহায়তার উদ্দেশ্যে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক দুই পর্বে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (পূর্বতন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা) চলমান রয়েছে।
সম্প্রতি ব্যাংকিং প্রফেশনাল এক্সামের পাঠ্যক্রম আধুনিক ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে বিস্তৃত পরিসরে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করা হয়েছে, যেখানে ১ম পর্ব বা জুনিয়র অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকারস (জেএআইবিবি) পরীক্ষায় ব্যাংকিং সম্পর্কিত প্রাথমিক ও মৌলিক জ্ঞান এবং ২য় পর্ব বা অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকারস (এআইবিবি) পরীক্ষায় উচ্চতর ব্যাংকিং জ্ঞান ও দক্ষতা যাচাই করা হয়ে থাকে
ব্যাংক খাতে অধিকতর শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণে মৌলিক ব্যাংকিং জ্ঞান সম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি এবং সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির আবশ্যকতা অনস্বীকার্য। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম সংক্রান্ত বিষয়ে নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণীয় হবে-
১) সিনিয়র অফিসার অথবা সমমানের পদ হতে ঊর্ধ্বতন পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংক কর্তৃক বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণের জন্য ১০ শতাংশ নম্বর (জেএআইবিবি উত্তীর্ণের জন্য ৫ শতাংশ ও এআইবিবি উত্তীর্ণের জন্য ৫ শতাংশ) বরাদ্দ রাখতে হবে।
২) ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনার আগে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারা যে পদে কর্মরত ছিলেন তার পরবর্তী এক ধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ না হলেও স্বয়ংক্রিয়ভাবে উক্ত পরীক্ষাগুলোর জন্য বরাদ্দকৃত পূর্ণ নম্বর পাবেন।
৩) ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি থেকে কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হতে হবে।
৪) সিনিয়র অফিসার অথবা সমমানের পদে যোগদানের কিংবা উক্ত পদে পদোন্নতি পাওয়ার পর ১৫ বছর অতিক্রান্ত হয়েছে এমন কর্মকর্তা উচ্চতর পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ না হলেও ব্যাংকিং অভিজ্ঞতা বিবেচনায় স্বয়ংক্রিয়ভাবে উক্ত পরীক্ষাগুলোর জন্য বরাদ্দকৃত পূর্ণ নম্বর পাবেন।
৫) ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকে সিনিয়র অফিসার অথবা সমমানের পদে যোগদান করা কিংবা উক্ত পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী ১ম পদোন্নতির ক্ষেত্রে জেএআইবিবি ও ২য় পদোন্নতির ক্ষেত্রে এআইবিবি পরীক্ষা বাধ্যতামূলকভাবে উত্তীর্ণ হতে হবে। ওই তারিখ থেকে কর্মকর্তাদের নিয়োগ বা পদোন্নতির শর্তে তা উল্লেখ থাকতে হবে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে বর্ণিত পদে যোগদান করা কিংবা পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে এ সার্কুলারের অনুচ্ছেদ ২(ঘ) এর নির্দেশনা প্রযোজ্য হবে না।
৬) মূল ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত নয় এমন বিভাগে কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে এ সার্কুলারের বর্ণিত অনুচ্ছেদ ২(ক-ঙ) এর নির্দেশনা প্রযোজ্য হবেনা। তবে এমন বিভাগে বর্তমানে কর্মরত কোনো কর্মকর্তার পরবর্তীতে মূল ব্যাংকিং কার্যক্রমে স্থায়ীভাবে পদায়ন করা হলে এ সার্কুলারে বর্ণিত অনুচ্ছেদ ২(ক-ঘ) এর নির্দেশনা প্রযোজ্য হবে। এছাড়া ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে নিয়োগ পাওয়া এমন বিভাগের কোনো কর্মকর্তার পরবর্তীতে মূল ব্যাংকিং কার্যক্রমে স্থায়ীভাবে পদায়নের আগে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বাধ্যতামূলকভাবে উত্তীর্ণ হতে হবে।
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণের জন্য ব্যাংক কর্তৃক আবশ্যিকভাবে আর্থিক প্রণোদনা (জেএআইবিবি উত্তীর্ণের ক্ষেত্রে ন্যূনতম ৩৫ হাজার টাকা ও এআইবিবি উত্তীর্ণের ক্ষেত্রে ন্যূনতম ৫০ হাজার টাকা) দিতে হবে, যা ৯৯তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম থেকে কার্যকর হবে।
বিআরপিডি থেকে ইতোপূর্বে এসব বিষয়ে প্রদত্ত সব নির্দেশনা এখন থেকে রহিত করা হলো। তবে ওই নিদের্শনাগুলোর আলোকে আগে ব্যাংকের নেয়া সব কার্যক্রম বৈধ বলে গণ্য হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
এ ইউ/
Discussion about this post