কুমিল্লার তিতাসে মো. আবু হানিফ নামের এক আওয়ামী লীগ নেতাকে জামায়াতের ওয়ার্ড সভাপতি ঘোষণা করা করা হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
মো. আবু হানিফ উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের বর্তমান সদস্য।
স্থানীয় সূত্র জানায়, আবু হানিফ মেম্বার আওয়ামী লীগ সরকারের আমলে মজিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই সময়ে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। হঠাৎ করে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে প্রকাশ্যে আসে আবু হানিফ জামায়াতের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হওয়ার কথা। এর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে জানতে আবু হানিফ মেম্বারকে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক আবদুল মতিন গণমাধ্যমকে বলেন, ‘আবু হানিফ মেম্বার হওয়ার ১০ বছর আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। জামায়াতের রাজনীতিতে কোনো অওয়ামী লীগ অনুপ্রবেশ করেনি।
এস এইচ/
Discussion about this post