ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর। তিনি এখন অস্ট্রেলিয়া প্রবাসী, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সেখানেই বসবাস করছে। সিনেমা থেকেও রয়েছে দূরে। তবে তাতে তার জনপ্রিয়তা মোটেই কমেনি। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই অনেক নির্মাতা তাকে চলচ্চিত্রে ফেরাতে চাইছেন। ইতোমধ্যেই চয়নিকা চৌধুরী’র “মাতাল হাওয়া” এবং আরাফাত হোসাইন ‘র “রঙ্গনা” সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
শুক্রবার (৫ জানুয়ারি) প্রকাশিত হয়েছে “রঙ্গনা”র ফার্স্ট লুক। এতে তিনভাবে শাবনূরকে দেখা গেছে। কখনো নেকাবে মুখ ঢাকা, তার চোখে ক্ষোভের চিহ্ন। এক ছবিতে পিস্তল হাতে, আরেক ছবিতে ফুল হাতে হাস্যোজ্জ্বল নব্বইয়ের এ ব্যস্ত নায়িকা।
জানা গেছে, নারীকেন্দ্রিক গল্পে নির্মিত হবে সিনেমাটি। সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন, তা জানা যায়নি। তবে শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে হবে বলে জানা গেছে। সিনেমাটি আগামী বছরের যেকোনো একটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।
এ এস/
Discussion about this post