মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি’ চালু করে এবং এর মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ছিল। তবে, যারা এই সময়ের মধ্যে নিবন্ধন করে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য কর্মসূচির মেয়াদ আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নিবন্ধন করেছেন কিন্তু ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে পারেননি, তারা এখন পর্যন্ত এই কর্মসূচির আওতায় নিজের দেশে ফিরে যেতে পারবেন।
অবৈধ অভিবাসীরা যদি মালয়েশিয়া প্রবেশ করেন নথিপত্র ছাড়া, তবে তাদের জন্য ৫০০ রিঙ্গিত জরিমানা ধার্য হবে। আর যাদের ভিসার মেয়াদ খুব বেশি দিন শেষ হয়নি, তাদের জন্য জরিমানা হবে ৩০০ রিঙ্গিত। তবে, যারা আটক বা রিমান্ডে আছেন, কিংবা যারা সাজা পাচ্ছেন, তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য যোগ্য হবেন না।
এই কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীদের দেশ ফিরে যাওয়ার জন্য তাদের ফ্লাইট টিকিট, বৈধ ভ্রমণ নথি (পাসপোর্ট) অথবা পাসপোর্ট না থাকলে ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করতে হবে এবং তারপর তাদের ১৪ দিনের মধ্যে দেশে চলে যেতে হবে।
এম এইচ /
Discussion about this post