রাঙ্গামাটি তবলছড়ি কালী মন্দিরের সম্মুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মধ্যরাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আগুনের খবর পেয়ে দেখি পুরো দোকানগুলো দাও দাও করে জ্বলছে। আমরা আগুন নেভাতে চেষ্টা করি। পরে খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এক দোকান মালিক জানান, গতকাল রাতে আমরা দোকান বন্ধ করে বাসায় যাই। রাতে লোকজন আমাকে খবর দিলে দোকানে এসে দেখি পুরো দোকান আগুনে জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে আমার সব শেষ হয়ে গেছে। এই চারটি দোকান আমাদের পরিবার দোকান।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ আনছার জানান, আমরা সাড়ে তিনটার দিকে আগুনে খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এস এইচ/
Discussion about this post