নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জনের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘কিংস পার্টি’ গঠনের অভিযোগ তুলেছেন।
তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকেই একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। এতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “সরকারের ভেতর থেকে নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করা হলে তা জনগণের মধ্যে সংশয় সৃষ্টি করবে। জনগণ বর্তমানে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ মনে করলেও এসব কর্মকাণ্ড সেই ধারণা পাল্টে দিতে পারে।”
তিনি অভিযোগ করেন, সরকার প্রশাসনিক নিয়োগেও বিশেষ রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। রিজভীর মতে, এই ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
সরকারের সংস্কারের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কারের প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করছে না। তবে অনন্তকাল ধরে সংস্কার চলতে পারে না। এটি গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কৌশল।”
তিনি আরও বলেন, “জনগণ ভোট দিতে পারছে না, আর আপনারা সংস্কারের কথা বলছেন। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। আমাদের আন্দোলনের বিজয়ের ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”
‘এক-এগারো’র পুনরাবৃত্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কিসের ভয় দেখাচ্ছেন? ১/১১-এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি মনে করেন তারা রাজনীতি শেখাতে পারবেন?”
রিজভীর এই বক্তব্য নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এ ইউ/
Discussion about this post