ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার ফোনে কথা হয়েছে নরেন্দ্র মোদির। আলোচনার পর এক্স হ্যান্ডেলে বৈঠকের বিষয়ে জানিয়েছেন মোদি। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার পর হোয়াইট হাউসও একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতির জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভারত যাতে নিরাপত্তার জন্য ব্যবহৃত সরঞ্জাম আমেরিকার কাছ থেকে কেনে, সে বিষয়ে আলোচনা হয়েছে।
বস্তুত এই আলোচনার শেষেই নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফর নিয়ে আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী মোদি আমেরিকা সফর করতে পারেন। ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো।
আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মোদি। সেখানে লিখেছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার বিষয়ে আমরা আশাবাদী। দুই দেশের মানুষ এবং ভূরাজনৈতিক শান্তি এবং সুরক্ষার বিষয়েও দুই দেশ দৃঢ় প্রতিজ্ঞ।
সূত্রঃ ডয়চে ভেলে
এ ইউ/
Discussion about this post