মালদ্বীপে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী মালে থেকে দূরবর্তী কাফু অ্যাটলের গাফারু আইল্যান্ডের রাস্তায় হাঁটার সময় পেছন থেকে একটি ধারালো ছুরি দিয়ে ওই যুবকের পিঠের বাম পাশে আঘাত করা হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ। আহত প্রবাসী বাংলাদেশির নাম ও বিস্তারিত পরিচয় এবং কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনও জানা যায়নি।
তবে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জাজিম জাউফর নামের একজন স্থানীয় নাগরিককে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ সময় সংবাদকে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং মালদ্বীপ পুলিশের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
মালদ্বীপে সম্প্রতি ধারালো অস্ত্র দিয়ে অভিবাসীদের ওপর হামলা ও ডাকাতির ঘটনা বেড়ে চলেছে।
সূত্রঃ সময় টিভি
এ ইউ/
Discussion about this post