লক্ষ্মীপুরে পাঁচ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান জিহাদ নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এত সংখ্যক ইয়াবা সে মহিলাদের হাই হিল জুতার ভেতরে নিয়ে বহন করছিল।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ইয়াবাসহ এক ব্যাক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জিহাদকে আটক করে। এ সময় তার কাছে থাকা লেডিস হাই হিল জুতার ভিতর থেকে ৫ হাজার ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক জিহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হবে।
তিনি আরও জানান, মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এ ইউ/
Discussion about this post