ইনজুরির কারণে বিপিএলের আগে হওয়া সিরিজগুলোতে অংশ নিতে পারেননি জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনজুরি কাটিয়ে মাঠের লড়াইয়ে ফিরলেও বিপিএলে একাদশে নিয়মিত সুযোগ হয় না তার।
টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের তারকাখচিত দলে পরপর ৫ ম্যাচে ছিলেন না শান্ত। এদিকে বিপিএলের পরেই বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের জন্য। তার আগে শান্তর মাঠে না থাকাও কিছুটা দুশ্চিন্তা বাংলাদেশ দলের জন্য।
বুধবার (২৯ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় নাজমুল হোসেন শান্তর একাদশে না থাকা নিয়ে। জবাবে বরিশাল অধিনায়ক বলেন, ‘বলতেই হবে ওকে যতটা সুযোগ দেওয়া উচিৎ ছিল দিতে পারছি না। আমার দল যদি দেখেন, কম্বিনেশন মেলাতে খুব কঠিন হচ্ছে। প্রথম ২-৩-৪ ম্যাচে কম্বিনেশন ঠিকভাবে মেলাতেই পারিনি।’
বরিশাল কাপ্তান অবশ্য জানান শান্তর দলে না থাকার কারণ পারফরম্যান্স নয়, ‘ওর পারফরম্যান্সের জন্য ওর সেটআপ হচ্ছে না এমন নয়, এটা নিয়ে সন্দেহ নেই। রংপুরের সাথে ৪০ রানের খুব ভালো ইনিংস খেলেছে। শুধু কম্বিনেশনের কারণে ওকে জায়গা দিতে পারছি না। কোন জায়গায় ব্যাটিং করাব ভেবে পাচ্ছি না।’
তবে খেলার সুযোগ না পেলেও শান্তর দলের প্রতি নিবেদনে মুগ্ধ তামিম, ‘দলের জন্য ওর এটিটিউড ফ্যান্টাসটিক। বাংলাদেশ দলের ক্যাপ্টেন, ওয়ান অব দ্যা বেস্ট প্লেয়ার অব দ্যা কান্ট্রি। সিনিয়র-জুনিয়রদের প্রতি ওর এটিটিউড দুর্দান্ত। এর প্রশংসা করতেই হবে।’
এস এইচ/
Discussion about this post