দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি জানান, ভোট দেয়া নিয়ে তিনি খুব টেনশনে ছিলেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে ভোট কেন্দ্রে উপস্থিত হন ব্যারিস্টার সুমন। ঠিক ৮টায় হাজি ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ভোটটি দেন তিনি।
ভোট দিয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, সবকিছু শেষ করে আজকে নির্বাচনের দিনে আমরা উপস্থিত হতে পেরেছি কোনও ঝামেলা ছাড়াই। সহিংসতা বা কোনও ঝামেলা ছাড়াই এখন পর্যন্ত ভোট চলছে। আমি আমার ভোট দিয়েছি। এ কদিন খুব একটা টেনশনে ছিলাম যে, কুয়াশা থাকে। আজকের দিন সাড়ে ৭টা থেকে একেবারে উজ্জ্বল। দিনের আলো এবং সূর্যের আলো। আমার কাছে মনে হয়েছে, আমার এলাকারও একটা নতুন আলোকিত হওয়ার দিন আজকে।’
স্বতন্ত্র এ প্রার্থী আরও বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে, সবচেয়ে বেশি সাড়া পেয়েছি আমি। আমি ফুটবল নিয়ে কাজ করি তো অনেকদিন ধরে। বিভিন্ন এলাকায় যাই। ওখানে হাজার হাজার লক্ষাধিক মানুষ হয়। তো সাড়া পাওয়ার ব্যাপারটা, বাইরে থেকে আগের থেকেই ছিল। আর নির্বাচনের কারণে আমার নিজের এলাকায় নিজের চোখে দেখতে পারছি। এটা নির্বাচনে না আসলে দেখতে পেতাম কিনা সন্দেহ। এটা অভূতপূর্ব সাড়া।’
নির্বাচন কমিশন সূত্র জানায়, এ আসনে লড়াই করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সায়েদুল হক সুমনসহ আটজন।
হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসন। শিল্প-কারখানা ও চা বাগান অধ্যুষিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৮৮৪, নারী ২ লাখ ৫৪ হাজার ৪২৩ এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার।
এফএস/
Discussion about this post