ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। মাস তিনেক আগে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের এর এক মাসের মাথায় শোনা যায় অন্তঃসত্বার খবর! এতে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। এবার সুখবরই দিলেন। একটি মিষ্টি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে সুখবর জানান অভিনেত্রীর স্বামী সায়নদ্বীপ সরকার।
সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। গত শুক্রবার (৩১ জানুয়ারি) জানালেন সেই সুখবর। গত বছর অক্টোবরে বিয়ে করেছিলেন তিনি। অর্থাৎ বিয়ের তিন মাসের মাথায় সন্তানের মা হলেন অভিনেত্রী।
অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘গত ২৬শে জানুয়ারি আমি সন্তানের জন্ম দিয়েছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা দুজনেই পুরোপুরি সুস্থ। সকলে আর্শীবাদ করবেন।’
জুনিয়র।’ তবে ছেলে হয়েছে নাকি মেয়ে তা খোলাসা করেননি সায়নদ্বীপ। তবে পোস্ট আভাস দিচ্ছে জুনিয়র সায়নদ্বীপই এসেছে অর্থাৎ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। গেল বছরের অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রূপসা-সায়নদ্বীপ।
এদিকে সামাজিক মাধ্যমে পরিবারের নবাগত সদস্যকে নিয়ে কিছু আদূরে মুহূর্তও ভাগ করে নেন রূপসা ও তার স্বামী সায়নদ্বীপ। ছবিতে দেখা গেল মায়ের আঙুল ধরে রয়েছে একরত্তি। আর ক্যাপশনে লেখা- ‘বিলম্বিত সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং সেইসঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।’
এম এইচ/
Discussion about this post