সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা তার প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরব যাচ্ছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর রোববার (০২ ফেব্রুয়ারি) তিনি দেশটিতে সফরে যাচ্ছেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার প্রতিবেদনে বলা হয়েছে। খবর আরব নিউজ
আল শারার সফরসঙ্গী রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া আল শারা সৌদি আরবের ক্রাউন মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে সাক্ষাত করবেন।
এদিকে সৌদি আরবে সফরে যাওয়ার পথে বিমানে বসে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা এবং পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করেছেন।
গত বছরের ৮ ডিসেম্বর স্বৈরশাসক বাসার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শাম। এরপর দলটির প্রধান নেতা আহমেদ আল-শারা ক্ষমতা গ্রহণ করেন। ওই অভ্যুত্থানের দুই মাস পর আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের শপথ নিয়েছেন তিনি।
বাশার আল-আসাদ পরিবার সিরিয়ায় দীর্ঘ ৫০ বছর শাসন করেছে। ২০১১ সালে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন সাধারণ মানুষ। তবে তিনি এই আন্দোলন কঠোর হস্তে দমন করার চেষ্টা করেন। এরপর সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ। এতে লাখ লাখ মানুষ প্রাণ হারান। এছাড়া বাস্তুহারা হন আরও কয়েক লাখ মানুষ। তবে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী তার পতন ঘটানোর পর সিরিয়ায় কিছুটা স্বস্তি নেমেছে।
এ ইউ/
Discussion about this post