দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাজধানীর মগবাজার রেলগেটে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা।
হাসপাতালে নিয়ে আসা পথচারী মঈন আহমেদ জানান, ‘ট্রেন আসতে দেখে মগবাজার রেলগেটে ‘ব্যারিয়ার’ নামানো ছিল। তখন ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলগেট পার হচ্ছিলেন। সেই সময় ট্রেনের ধাক্কা লেগে ছিটকে পড়েন।’
তখন তাকে উদ্ধার করে প্রথমে ইনসাফ বারাকা হাসপাতলে নিয়ে যান তিনি। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ‘ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে তার পকেটে থাকা বাসের একটি টিকিটের মধ্যে শাকিল নাম লেখা রয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।’
এফএস/
Discussion about this post