আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে দলীয় প্রার্থী দেবে বলে জানিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)।
গতকাল রোববার দলের উচ্চতর কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও বলা হয়েছে, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতা-কর্মীকে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, যে আসনে প্রার্থী হতে ইচ্ছুক এবং দলীয় কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ সংযুক্ত করতে হবে। দলের মনোনয়ন বোর্ডের পূর্ণাঙ্গ পর্যালোচনার পর পর্যায়ক্রমে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।
এ ইউ/
Discussion about this post