গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় বিয়ে করার অভিযোগে রুবেল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী রেশমা বেগম। সোমবার (৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভোক্তভোগী রুবেল সরদার বিরামেরকান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে এবং ঘাঘর বাজারের থাই এ্যালুমিনিয়াম ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেন। বিয়ের পরে রুবেল সরদারের অন্য নারীদের সঙ্গে পরকিয়া থাকায় রেশমা বেগমের সংসারে অশান্তি লেগেই থাকতো। তিনি তিন মাস আগে এক নারীকে বিয়ে করেন। ক্ষোভে রেশমা বেগম সোমবার গভীর রাতে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। রুবেল সরদারের চিৎকারে বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকার পপুলার হাসপাতাল অ্যান্য ডায়গনস্টিক সেন্টার, ধানমন্ডি শাখায় পাঠানো হয়।
রুবেল সরদারের মা সাফিয়া বেগম বলেন, আমার ছেলে রুবেল রাতে বাড়িতে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে রুবেলের চিৎকার শোনে আমিসহ বাড়ির লোকজন আসলে রুবেলের স্ত্রী দৌঁড়ে পালিয়ে যায়। পরে রুবেলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি।
এ ব্যাপারে রুবেলের স্ত্রীর রেশমা বেগমের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ফতেমা বেগম বলেন, আমার বোনের দুটি সন্তান থাকার পরও তিন মাস আগে রুবেল এক নারীকে বিয়ে করে অন্যস্থানে চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা ঘটনাটি ঘটাতে পারে। এ ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত না।
এম এইচ/
Discussion about this post