দেশীয় সিনেমার গানে রেকর্ড করে চলেছে ‘তুফান’ ছবির গান ‘দুষ্টু কোকিল’। গেল বছর সিনেমায় সবচেয়ে আলোচিত গান ছিল এটি। যে গানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল ওপার বাংলার মিমি চক্রবর্তীকে।
গ্লোবালি ব্লকবাস্টার ‘তুফান’ ছবির ‘দুষ্টু কোকিল’ প্রকাশের পর দেশ বিদেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীরা মজেছিল এই গানে। রিলস, টিকটক থেকে শুরু করে বিয়েবাড়ি জন্মদিন, পিকনিক এমনকি খেলার মাঠে ক্রিকেটাররাও এ গানের তালে নেচে উল্লাস করে থাকেন হরহামেশাই।
এ কারণে মাত্র ৭ মাসে চরকি ও এসভিএফের দুই ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিউ ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ছাড়িয়েছে। যা দুই বাংলার বাংলা ভাষার গানের মধ্যে বিরল রেকর্ড! দেশীয় সিনেমার গানে রেকর্ড
হিসেব মতে, পৃথিবীময় ৪০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছে। তাদের একবার হলেও নজরে এসেছে আলোচিত ‘দুষ্টু কোকিল’! গানটির অভূতপূর্ব সাফল্যে ইউটিউবের হাজারও মন্তব্যে লেখা হয়েছে, বাংলা সিনেমার গানে এমন অনন্য নজির শুধু শাকিব খানের পক্ষেই সম্ভব!
আলফা আই প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ ছবির ‘দুষ্টু কোকিল’ গানটি লেখা ও সুর সংগীত করেন আকাশ সেন। গানে কণ্ঠ দেন কণা ও আকাশ। কোরিওগ্রাফার ছিলেন মুম্বাইয়ের আদিল শেখ।
এস এইচ/
Discussion about this post