সীমান্তে বাংলাদেশিদের দেখলেই গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে এবার নিজেদের দেশের নাগরিককেই গুলি করেছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় যুবককে গুলি করে বিএসএফ। আকতার জামাল রনি নামে ওই যুবক গত সোমবার (৩ ফেব্রুয়ারি) একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে প্রবেশ করেন।
পরদিন সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই যুবক। সেই সময় তাকে গুলি করে বিএসএফ। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মতে, যুবকের সঙ্গে এক নারীও ছিলেন।
বিএসএফ সদস্যরা দুজনকে বাংলাদেশের দিক থেকে সীমান্তের বেড়ার দিকে আসতে দেখে সতর্ক করে বলে বিএসএফ কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
আরও বলা হয়েছে, বারবার সতর্ক করা সত্ত্বেও তারা বেড়া পার হওয়ার চেষ্টা করেন এবং বিএসএফের সদস্যর সঙ্গে সংঘাতে জড়ান। এমনকি তারা একজন নিরাপত্তারক্ষীর পিএজি বন্দুক কেড়ে নেয়ারও চেষ্টা করেন।
প্রতিবেদন মতে, এক পর্যায়ে আত্মরক্ষার জন্য এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এওপি) মেনে এক বিএসএফ ওই দুইজনের দিকে একটি গুলি ছোড়েন। এতে যুবক আহত হয়।
আর ওই নারী পাশের গ্রামে পালিয়ে যেতে সক্ষম হয়। আহত যুবককে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সীমান্তে বহুদিন ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশিদের হত্যা করে আসছে বিএসএফ। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিএসএফের গুলিতে ও নির্যাতনে অন্তত ৬০৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এস এইচ/
Discussion about this post