ইউক্রেনের পূর্ব ও উত্তর-পূর্ব দিকের আরও দুটি গ্রাম দখল করার দাবি করেছে রাশিয়া। বুধবার (৫ ফেব্রুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে এই তথ্য জানিয়েছে দ্য হিন্দু।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের নোভোমলিনস্ক নামের একটি গ্রাম দখল করেছেন। ওস্কিল নদী পার হয়েই রুশ সেনারা গ্রামটি দখল করেছেন। এতদিন পর্যন্ত নদীটির দুই তীর দুই দেশের সেনাদের দখলে ছিল।
দখলকৃত গ্রামটি খারকিভের পূর্ব দিকে অবস্থিত। এ অঞ্চলের কয়েকটি স্থানের যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ (ফ্রন্টলাইন) এসে মিলেছিল এই গ্রামে। সম্প্রতি ওস্কিল নদীর ওপর রুশ সেনারা একটি সাময়িক সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকেন।
এদিকে পুতিন বাহিনীর দখল করা দ্বিতীয় গ্রামের নাম বারানভকা। এটি ওচেরেটিন শহরের উত্তরে অবস্থিত। কয়েক মাস চেষ্টার পর গ্রামটি দখল করেছে তারা।
ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রাম বা বসতি দখল করছে রাশিয়া।
ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হবে ২৪ ফেব্রুয়ারি। ২০২২ সালের ওই দিনে বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করে মস্কো। ইউক্রেনের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে এখন দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এ বিষয়টি সামনে রেখে দুই দেশই যুদ্ধক্ষেত্রে নিজেদের অর্জন বাড়াতে চেষ্টা করছে।
এ ইউ/
Discussion about this post