বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন।
সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেল পর্যন্ত সময় নিয়েছেন গাজীপুরসহ দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী-যুব-ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যবস্থা করবেন বলে। এবং তাকে এই আল্টিমেটামও দেওয়া হয়েছে এই কাজে ব্যর্থ হলে দেশব্যাপী ৩ মাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে অভ্যুত্থানের সময়ের মতো ছাত্ররা মাঠে নামবে, ফ্যাসিবাদী দল ও তার বানানো কাঠামো ধ্বংস করেই কেবল তখন ঘরে ফিরবে।
তিনি আরো লিখেছেন, ক্ষমতার বিপরীতে গিয়ে যারা ক্ষমতার পতন ঘটায় তাদের মৃত্যু ভয় দেখানো বৃথা। বিগত ৬ মাসের সুশীলতার ইতি আমাদেরই টানতে হবে।

এর আগে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, শহীদ হয়েছে আমার ভাই, খুনী তোদের রক্ষা নাই।
এম এইচ/
Discussion about this post